img


যেভাবে সর্বনাশ শ্রীলেখার!


আইনেট প্রতিনিধিঃ      প্রতারণার শিকার হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এর এক দিন আগেই এ অঘটনের শিকার হন তিনি।   জানা গেছে, একটি অচেনা নম্বর থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে।  সেই কলটি ধরতেই ফোনের অপর পাশ থেকে এক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লাখ টাকা খোয়া যায় শ্রীলেখার।   বুধবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই তারকা লেখেন, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হলো।   এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে।’  প্রতারণার ঘটনায় নিজের ওপর ক্ষুব্ধ শ্রীলেখা আরো লেখেন, ‘নিজেকে চালাক নয়, ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।’  শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই।   কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি।