img


জওয়ান দেখে অভিভূত


আইনেট প্রতিনিধিঃ     সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার  বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা। আর মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলেছেন এই সিনেমা। কিং খান ভক্ত থেকে সাধারণ দর্শকরা তো বটেই সমালোচকরা পর্যন্ত প্রশংসা করছেন শাহরুখ খানের এই সিনেমার। আর এবার প্রশংসা করছেন বলিউড এবং দক্ষিণী তারকারা। শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, করণ জোহর থেকে শুরু করে কিয়ারা আডবানি, মহেশ বাবু, আনন্দ মাহিন্দ্রাসহ অনেকেই কিং খানের তারিফ করেছেন। বাদ যাননি কঙ্গনা রানাওয়াত, সুজয় ঘোষ, অর্জুন কাপুর, প্রমুখ। প্রশংসায় ভরিয়ে তুলেছেন জওয়ান সিনেমাটিকে।   দক্ষিণী তারকা মহেশ বাবু এদিন টুইটারে জওয়ানের তারিফ করে লেখেন, ‘জওয়ান, ব্লকব্লাস্টার সিনেমা। অ্যাটলি কিং খানকে সঙ্গে নিয়ে কিং সাইজ বিনোদন উপহার দিলেন। শাহরুখের ক্যারিয়ারের সেরা সিনেমা এটা। শাহরুখের ক্যারিশমা, শাহরুখ জ্যোতির সঙ্গে কেউ নিজেকে মেলাতে পারবে না। আগুন ধরিয়ে দিয়েছিল জাস্ট স্ক্রিনে। জওয়ান নিজেই নিজের রেকর্ড ভাঙবে।’ শাহরুখ খান আবার এই টুইট রিটুইট করেন, ধন্যবাদ জানান মহেশ বাবু এবং তাঁর পরিবারকে।