আইনেট প্রতিনিধিঃ জাতীয় দল বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে আজ সকাল সাড়ে ৯টায়। অন্য কোনো সময় হলে বিমানবন্দরে সাজ সাজ রব পড়ে যেত। নিরাপত্তাকর্মী ও বিমানবন্দর কর্তৃপক্ষর বাড়তি কর্ম ব্যস্ততা, মিডিয়ার উৎসুক উপস্থিতি বিরাজ করতো। শুধু তাই নয়, বাইরে শত শত ভক্ত ও সমর্থক ফুলের তোড়া, মালা নিয়ে উন্মুখ অপেক্ষার প্রহর গুনতো। কিন্তু রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসবের কিছুই নেই। এতটুকু হইচই ছিল না। বিমানবন্দরে বোঝাই যায়নি টিম বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেশে ফিরে এসেছে। বাংলাদেশ জাতীয় দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তাও উপস্থিত ছিলেন না। শুধু প্রটোকল ম্যানেজার ও সদা তৎপর ওয়াসিম খানই জাতীয় দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানান।