img


স্বস্তিকার নায়ক খুঁজতেই কেটে গেল দুই মাস


আইনেট প্রতিনিধিঃ            গত সেপ্টেম্বর মাসের শুরুতে ছোট পর্দার নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোসনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নাম। ওই সময় তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি তিনি। এরপর কেটে গেল প্রায় দুই মাস। জানা গেছে, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে।   নির্মাতা হিমু আকরাম বলেন, ‘অনেকগুলো লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একটা মানুষের তিনটি লুক থাকতে হবে। ওই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। এ কারণে স্বস্তিকার বিপরীতে নায়ক খুঁজতে খুঁজতে দুই মাস চলে গেছে। আর দেরি করতে চাই না। সপ্তাহখানেক পরই এ সিনেমায় স্বস্তিকার বিপরীতে কে অভিনয় করছেন, তা জানাতে পারব।’