আইনেট প্রতিনিধিঃ তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিন। ভোটমুখী রাজ্যের জনগণের কাছে আহ্বান জানালেন বিজেপির সর্বভার তীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসের বালানগর মন্ডলের বুথ নং- ২৬৪-র কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাড্ডা। তিনি বলেছেন, "নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করুন এবং আমরা ভারতকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাব...আমরা শীঘ্রই ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব!" নাড্ডা আরও বলেছেন, "কালেশ্বরম প্রজেক্ট হল কেসিআর-এর এটিএম। তেলেঙ্গানার মানুষকে লুট করাই কেসিআর এবং তার বিধায়কদের একমাত্র লক্ষ্য। কংগ্রেস ও বিআরএস একই মুদ্রার দুই পিঠ!" নাড্ডা আরও বলেছেন, "তেলেঙ্গানায় নির্বাচনে লড়ছে বিজেপি, কংগ্রেস ও বিআরএস।