আইনেট প্রতিনিধিঃ রণবীর কাপুর আর রণবীর সিং। হয়তো নামের প্রথম অংশে মিল থাকায় দীপিকা পাডুকোন নানাবিধ ট্রল থেকে মুক্তি পেয়েছিলেন। তবে গণমাধ্যমে ছড়িয়ে যায় খবরটি। ২০০৭ সাল থেকে টানা দু’বছর সম্পর্কে ছিলেন দীপিকা পাডুকোন এবং রণবীর কাপুর। দুই তারকার সম্পর্ক যে গতিতে এগোচ্ছিল, তা দেখে সকলে ভেবেছিলেন যে, বিয়ের পিঁড়িতে খুব তাড়াতাড়ি বসতে চলেছেন তারা। কিন্তু ২০০৯ সালে সম্পর্ক ভেঙে যায় রণবীর-দীপিকার। সম্পর্কে থাকাকালীন রণবীরের নামের ট্যাটু করান অভিনেত্রী। সম্পর্ক ভাঙতেই অনেক কষ্টে সেই ট্যাটু নিজের শরীর থেকে মোছেন দীপিকা। যদিও সেই ঘটনার বহু বছর কেটে গিয়েছে। এবার রণবীর নিজের শরীরে ট্যাটু করালেন। জামা সরিয়ে দেখালেন সেই ট্যাটু। একটা সময় রণবীরের ‘ক্যাসানোভা’ বলে নামডাক ছিল বলিউডের অন্দরে।