আইনেট প্রতিনিধিঃ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। ডুমড়ে মুচড়ে গেল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের দুটি কামড়া। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে ১১ কিলোমিটার দূরে রাঙাপানির কাছে নিজবাড়ি এলাকায়। এদিন সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় মালবাহীগাড়ির। দুঃখপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা লাইনচ্যুত হয়েযায়। দুর্ঘটনার পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে সব পক্ষ। দুর্ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্সে রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেল। ক্ষতিগ্রস্ত কামরা রেখে বাকি বগিগুলি নিয়ে শিয়ালদার দিকে রওনা দিল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস , এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়।