আইনেট প্রতিনিধিঃ বিধানসভায় শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে তাঁকে । এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চ্যাটার্জি বিধানসভার লবিতে তাঁর খুব কাছাকাছি চলে আসেন। প্রচার মাধ্যমের সামনে তা স্পষ্টভাবে জানিয়েছেন। এ নিয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ শীঘ্রই জমা দিতে চলেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনে এদিন সভায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সূচনা হয় আজকের অধিবেশনের। এক ঘন্টা ধরে তা চলে। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় যোগদান করেন। এদিকে, নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে এ নিয়ে আজকের সভায় বিরোধী বিজেপি এক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে বিজেপি আলোচনা চেয়েছে। ওই দাবি খারিজ হয়ে যায়। এরপর বিরতির সময় বিরোধী বিজেপির সদস্যরা সভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার দক্ষিণ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। অগ্নিমিত্র পলের নেতৃত্বে - শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি, তাপসী মন্ডল, মালতী রাভা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। একসময় তাদের সকলে গেটের সামনে রাস্তার মধ্যে বসে পড়েছেন। প্রধান ফটকের মুখোমুখি বসে পড়ার ফলে, স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে। নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন। রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও একাধিক বিধায়ক। আইন শৃঙ্খলাল অবনতি ও মহিলা নির্যাতনের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফেও গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে সুপরিকল্পিতভাবে।