img


: বিরোধী দলনেতার বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন:


আইনেট  প্রতিনিধিঃ    রাজ্যসভার উপনির্বাচনে ভোট দান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় কংগ্রেস দলের বিধায়করা ।বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরে বিরোধী দলনেতার বক্তব্য খন্ডন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ।তিনি জানান ,রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেস দলের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে জীতেন  বাবুকে ব্যাখ্যা করতে হবে না। উপনির্বাচনের প্রার্থী দেওয়া বা প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সিপিআইএম দল কারো সাথে কথা বলেনি। ওরা একাই সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই সিদ্ধান্ত কংগ্রেসকে মানতে হবে তা আর চলবে না বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান ,২০২৩ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম কি করেছে তা সবার দেখা ।বিজেপি দলকে একমাত্র তিপ্রা মথাই পথ তৈরি করে দেয়নি ।সিপিএমও এই পাপের ভাগীদার বলে মন্তব্য করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।   এদিকে রাজ্যসভার উপনির্বাচনে কংগ্রেস এবং সিপিএম দলের এই পরস্পর বিরোধী তরজা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে ।এর জল আগামী দিনে আরো কতটা গড়ায় সেটাই এখন দেখার বিষয়।