img


বিদ্যুৎ নিগম কর্মীদের চূড়ান্ত খামখেয়ালিপনায় নষ্ট হলো এক গ্রাহকের বাড়ীতে থাকা বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম


আইনেট  প্রতিনিধিঃ   বিদ্যুৎ নিগম কর্মীদের চূড়ান্ত খামখেয়ালিপনায় নষ্ট হলো এক গ্রাহকের বাড়ীতে থাকা বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম। এমনই অভিযোগ ক্ষতিগ্রস্ত গ্রাহকের। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামে। 
জানাগেছে গত কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে এলাকায় ছিড়ে পড়ে একাধিক বিদ্যুতের লাইন। সেইসঙ্গে রাজনগর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ঝর্ণা দেবের বাড়ীতেও ছিড়ে পরে বিদ্যুৎ সংযোগ। পরে নিগম অফিস থেকে লাইন সারাই করে দেওয়ার পর ওভার ভল্টিজে নষ্ট হয়ে যায় ঐ গ্রাহকের বাড়ীর একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত গ্রাহক জানিয়েছেন, অফিস কর্মীরা খুঁটি থেকে আসা বিদ্যুৎ সংযোগ দিতে গলদ করেছে তাই ওভার ভল্টিজে এই ক্ষয়ক্ষতি উনার। নিগম কর্মীদের ভুলের কারনে হওয়া এই ক্ষয়ক্ষতিতে ক্ষতিপূরনের দাবী তুলছেন ঐ ক্ষতিগ্রস্ত গ্রাহক।   ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম ধুঁকছে দক্ষ কর্মীর অভাবে। দীর্ঘদিন ধরে নিগমে নেই পর্যাপ্ত লাইন ম্যান। এরই মাঝে সরকারীভাবে কর্মী নিয়োগ থেকে হাত গুটিয়েছে নিগম। বেসরকারী কোম্পানির মাধ্যমে বিশেষ প্রশিক্ষন ছাড়াই অভিজ্ঞতাহীন কর্মীদের দ্বারা চলছে লাইন সারাইএর মতো গুরুত্বপূর্ন কাজ বলে অভিযোগ। এর জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে প্রতিনিয়ত এর মাশুল দিতে হচ্ছে গ্রাহকদেরকে বলে অভিযোগ।