আইনেট প্রতিনিধিঃ সাম্প্রতিক মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। পাশাপাশি, যুব কংগ্রেসের নেতৃত্বরা কোয়াটারের সামনে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং মন্ত্রী যেন রাজ্যেবাসীর উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলার বার্তা দেয় দাবি জানিয়েছে। এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, কংগ্রেস কালো পতাকা দিয়ে প্রতিবাদের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, আমার মন্তব্য সংখ্যালঘু বা অন্য সম্প্রদায়কে নিয়ে একটি লাইনও লিখা হয়নি।প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক উস্কানি মূলক পোস্ট করে রাজ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। তারই প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসইউ- র নেতৃত্বরা মন্ত্রীকে কাল পতাকা দেখিয়ে প্রতিবাদ জানালেন। পাশাপাশি, মন্ত্রী যেন অবিলম্বে রাজ্য বাসীর কাছে ক্ষমা চায় এবং রাজ্যেবাসীর উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলার বার্তা দেয় এই দাবি জানিয়েছেন।এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, কংগ্রেস কালো পতাকা দিয়ে প্রতিবাদের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সাথে তিনি যোগ করেন, আমার মন্তব্য সংখ্যালঘু বা অন্য সম্প্রদায়কে নিয়ে একটি লাইনও লিখা হয়নি। এই মন্তব্যের কারণ ত্রিপুরার কোথাও আগুন জ্বলে নি।