img


কংগ্রেস দলের পক্ষ থেকে কৃষি দপ্তরের আধিকারিকের নিকট প্রতিনিধি মূলক ডেপোটেশন


আইনেট  প্রতিনিধিঃ   গত পনের দিন আগে সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলা উদয়পুর মহকুমায় ও ব্যাপক বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। উৎপাদিত ফসল জলের তলে ভেসে গেছে। প্রকৃত কৃষক যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় তাদের সরকারি সাহায্য যাতে করে পেতে পারে সেই জন্য বুধবার উদয়পুর বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে টেপানিয়া কৃষি মহকুমা ও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনস্থ বাগমা কৃষি সেক্টর অফিসে কংগ্রেসের বাগমা ব্লক কংগ্রেস সভাপতি আরত বাহাদুর মলসুমের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল বাগমা কৃষি সেক্টর অফিসের আধিকারিকের নিকট এক ডেপুটেশনে মিলিত হন। তাদের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্যের হাত কৃষি দপ্তর থেকে বাড়িয়ে দিতে হবে। কোন দলবাজি চলবে না। কংগ্রেস দলের প্রতিনিধিরা উল্লেখ করে যারা বিরোধী দল করে তাদের সরকারের সাহায্যের জন্য নামের তালিকা থেকে তাদের নাম বাতিল করার জন্য চেষ্টা চলছে। যদি তা সত্যি হয় তাহলে কংগ্রেস ঘরে বসে থাকবে না। কৃষি অনুদানের ক্ষেত্রে সরকার যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যদি সরকার এটা না করে তাহলে আগামী দিনে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে উল্লেখ করেন।