img


: শালবাগানের নেশা সামগ্রী সহ ধৃত এক নেশা কারবারি:


আইনেট  প্রতিনিধিঃ   শালবাগান অক্সিজেন পার্কের সামনে স্থানীয় যুবকরা TR-01-X-0398 নম্বরের একটি গাড়ি আটক করে ।গাড়িতে প্রচুর কফ সিরাপ দেখতে পায় যুবকরা। বিষয়টি তারা এয়ারপোর্ট থানায় জানান। খবর পেয়ে এয়ারপোর্ট থানার ওসি, এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে সদর মহকুমা প্রশাসনের এক ডিসিএম। dcm এর সামনেই পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করে ।পুলিশ গাড়ি চালক তথা নেশা কারবারি সুবীর সাহাকে গ্রেফতার করে। এসডিপিও এনসিসি সুব্রত বর্মন এই সংবাদ জানান ।তিনি জানান সংশ্লিষ্ট ঘটনায় এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে  তদন্ত শুরু করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে ধৃত সুবীর সাহা জানায় ,নেশা সামগ্রী গুলি নিয়ে সে গান্ধীগ্রাম থেকে বিশালগড় যাচ্ছিল।  এদিকে স্থানীয় যুবকরা জানান ,গাড়ি চালকের অবস্থা দেখে তাদের সন্দেহ হয় ।তাই তারা গাড়িটি আটক করে এবং এর মধ্যে কফ সিরাপ দেখতে পেয়ে থানায় খবর দেন ।জানা গেছে ধৃত সুবীর সাহার বাড়ি বিশালগড় ।দীর্ঘদিন ধরেই সে নেশা কারবারের সাথে জড়িত।