img


জেআরবিটি দফতরে সামনে বিক্ষোভ কংগ্রসের কর্মীদের


 আইনেট  প্রতিনিধিঃ     ..জেআরবিটি গ্রুপ ডি মেধা তালিকায় দূর্নীতির গন্ধ মিলেছে। অর্থের বিনিময়ে বিজেপি সরকার চাকুরী প্রদান করেছে। তাতে, যোগ্য প্রার্থীরা চাকুরী থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি, তালিকায় বহিরাগতদের চাকুরী দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে প্রদেশ যুব কংগ্রেস। এরই প্রতিবাদে আজ জেআরবিটি দফতরে সামনে বিক্ষোভ দেখিয়েছে কর্মীরা। ওই বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে কংগ্রসের কর্মীদের ধস্তাধস্তুিও হয়েছে। তাঁদের দাবি, মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশ করা হোক। এবিষয়ে যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, বহু তালবাহানার পর জেআরবিটির গ্রুপ সি ও গ্রুপ ডি পদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু ওই দুই পদের মেধা তালিকায় দূর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে। মেধা তালিকায় এমন অনেকের গ্রুপ সি- তে নাম রয়েছে। তাই কিছু দিন পূর্বে বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য সরকারের নিকট মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশেী দাবি জানিয়েছিলেন। এদিন তিনি আরও বলেন, প্রকাশিত মেধা তালিকায় যোগ্য প্রার্থীরা স্থান পান নি। তালিকায় বহিরাগতদের চাকুরী দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁদের আরও অভিযোগ, বিজেপি সরকার অর্থের বিনিময়ে চাকুরী প্রদান করেছে। তাতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। এরই প্রতিবাদে আজ সোচ্চার হয়েছে প্রদেশ যুবক কংগ্রেস।তাঁদের দাবি, মেধা তালিকার পাশাপাশি অপেক্ষামান তালিকা প্রকাশ করা, পরীক্ষার্থীদের মৌখিক এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক।