আইনেট প্রতিনিধিঃ -- বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে গাছ থেকে ডাল পড়ে আহত দুই ভাই ভাঙল বাইক। ঘটনা রবিবার সন্ধ্যা অনুমান ৬.৩০ টা নাগাদ লালছড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর। এতে গুরুতর আহত হয়েছেন বাইক চালক কয়েস মিয়া। জানা গেছে, রবিবার নিকটাত্মীয় এক ভাইয়ের বাইকে চড়ে ইছাই লালছড়া পেট্রোল পাম্পে যাওয়ার পথে পেট্রোল পাম্পের সামান্য আগে মন্টু নাথে দোকানের সামনে ভাই বাইক থামিয়ে বাইক থেকে নেমে কয়েস মিয়া মন্টু নাথের দোকানে প্রবেশের আগেই একটি গাছ থেকে বড় ডাল মাথায় পড়ে এতে কয়েস মিয়ার মাথা ফেটে রক্তাক্ত হয়। সাথে থাকা ভাই কয়েস মিয়াকে ধর্মনগর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। অর মাথায় ৪ টি সেলাই দেওয়া হয়েছে। পায়ে, হাতে ও পিঠে আঘাত প্রাপ্ত হয়ে ছে। বর্তমানে কয়েস মিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। উক্ত দুর্ঘটনার ফলে ভাইয়ের TR05D8514 নং Glamour বাইক এর ইনডিকেটর, ভাইজার, হেডলাইট সহ অনেক কিছু ভেঙে গিয়েছে। পরে ঘটনা স্থলে খবর নিয়ে কয়েস মিয়া জানতে পারেন বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজ করেছে আজ এবং যে ডালটি আমার উপরে পড়েছে ঐ ভাল বিদ্যুৎ দপ্তর কেটে মাটিতে না ফেলে গাছে উপরেই রেখে দেওয়ায় উক্ত দুর্ঘটনাটি ঘটেছে। তার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কাজে গাফিলতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তাই তিই এই বিষয়ে কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়ে মামলা করেছেন। এখন দেখার এই ঘটনার বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে কদমতলা থানার পুলিশ ।