
আইনেট প্রতিনিধিঃ অপরাধীদের সাথে কোন সমঝোতা নয়, অপরাধ দমনে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ে আইন-শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ়তার সাথে কাজ করছে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেন ,পুজোর চাঁদা নিয়ে জুলুমের বিষয়টি তিনি দেখবেন। তিনি আরো জানান ,আগে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো। এখন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে ।তিনি বলেন ,ক্রিমিনালদের কোন জাত হয় না ।ক্রাইম এবং ক্রিমিনালদের সাথে কোন মতেই পুলিশ সমঝোতা করবে না বলে জানান মুখ্যমন্ত্রী। আইন-শৃঙ্খলা জনিত পর্যালোচনা বৈঠক শেষে মুখ্যমন্ত্রী এদিনও জানান, পুরনো মামলাগুলি নিয়ে পুলিশকে পর্যালোচনা করতে বলা হয়েছে ।আইন মেনেই এই কাজ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, যারা বিচার পাননি তাদের বিচার পাইয়ে দেবার জন্য পুরনো মামলা গুলি গোচরে নিয়ে আসা হবে।