img


তেলিয়ামুড়ার নেতাজিনগর কমিউনিটি হলে এক বৈঠক


     আইনেট  প্রতিনিধিঃ              আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে তেলিয়ামুড়ার নেতাজিনগর কমিউনিটি হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকের মধ্য দিয়ে তেলিয়ামুড়া শারদীয়া দুর্গোৎসব কমিটি গঠন করা হয়। তৎসঙ্গে তেলিয়ামুড়া আয়োজিত কার্নিভাল অনুষ্ঠানের কমিটিও গঠন করা হয়। এদিনের এই বৈঠকের আহ্বায়ক ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মুখ্য সচেতক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া প্রাইমারি কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়।