
আইনেট প্রতিনিধিঃ ২০২২ সালের ৩০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব ব্যাংক সমর্থিত সেন্ট্রাল সেক্টরস স্কিম রাইজিং এন্ড এক্সিলারেটিং এম এস এম ই পারফরম্যান্স তথা র্যাম্প প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অতি ক্ষুদ্র ,ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গুলির প্রসার ও ক্ষমতা বৃদ্ধি করা ।মঙ্গলবার রাজ্যে এই রে ম্প প্রকল্পের সূচনা হয়। এই উপলক্ষে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা ।এছাড়া উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে রাইসিং অ্যান্ড এক্সিলারেটিং এম এস এমএমই পারফরমেন্স পকল্পের সূচনা করেন মন্ত্রী। এই উদ্দেশে যৌগিক সচেতনতা কর্মশালা এবং যশস্বিনী ক্যাম্পেইন এর সূচনা করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন ,এই প্রকল্পে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার সুনিশ্চিত সুযোগ রয়েছে ।এর মাধ্যমে আত্মনির্ভর হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার কাজকে তরম্বিত করা যাবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ।রাজ্যের বিভিন্ন জেলা থেকে অতি ক্ষুদ্র ,ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্থাপনে উৎসাহীরা এই অনুষ্ঠানের যোগদান করেন।