আইনেট প্রতিনিধিঃ বৃদ্ধাশ্রম তৈরি করলেই প্রবীনদের সমস্যার সমাধান হয়ে যাবে না ।সকল সন্তানদের তাদের বৃদ্ধ পিতা মাতার দেখভালে এগিয়ে আসতে হবে ।মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বললেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় ।এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অসহায় প্রবীণদের কথা ভেবেই বিশ্ব প্রবীণ দিবসের সূচনা হয়েছে বলে মনে করা হয়। মঙ্গলবার ১ অক্টোবর সারা বিশ্বেই যথাযথভাবে পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস ।এই উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব এল টি ডারলং, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। বিশ্ব প্রবীণ দিব স উপলক্ষে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন ,রাজ্যে প্রতিটি জেলায় এই দিনটি পালন করা হচ্ছে। রাজ্য সরকারের প্রয়াস, প্রত্যেক প্রবীণ নাগরিকরা যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন ।মন্ত্রী আরো বলেন ,রাজ্যের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে। কিন্তু বৃদ্ধাশ্রমই সমস্যার সমাধান নয় ।এই সমস্যা সমাধান তখনই সম্ভব যখন প্রতিটি বাড়িঘরে সন্তানরা তাদের বৃদ্ধ মা বাবার প্রতি যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।