আইনেট প্রতিনিধিঃ জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও মন্ডল সভাপতি অজয় রিয়াং। বিগতদিনে বামশাসনে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের তেমন কোনোপ্রকার উন্নয়নহয়নি বললেইচলে। বর্তমানসময়ে রাজ্যে বিজেপি ও আই পি এফ টি ও তিপ্রামথার জোট সরকার চলাকালিন সময়ে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সর্বত্রচলছে উন্নয়ন। জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে এলাকার জনপ্রীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও এলাকার জনপ্রীয় মন্ডল সভাপতি অজয় রিয়াং। এই দুইজনের অক্লান্তপ্রচেষ্টায় জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অধীনে লতুয়াটিলা এলাকায় ১৯ লক্ষ ৬২ হাজার টাকা অর্থব্যায়করে এলাকার লোকজনদের সুবিধার্থে একটি ওপেন বাজার সেডঘর নির্মানকরাহয়। এইকাজের দায়িত্ব দেওয়াহয় জোলা ইবাড়ী ব্লকের ইঞ্জিনীয়ার কৃষ্ণ কুমার দাসকে। কাজের দায়িত্ব পেয়ে ৪ মাসের মধ্যে গুনগতমান বজায়রেখে কাজটি সমাপ্তিকরলো ইঞ্জিনীয়ার কৃষ্ণ কুমার দাস। শনিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্মিত সেড ঘরের শুভসূচনা করলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইসচেয়ারম্যান কেশব চৌঁধুরী, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির সদস্য পায়েল নাথ, এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। আজকের এই উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বিগত বাম আমলের বিভিন্ন কাজের তিব্র সমালোচনা করেন। মন্ত্রী উনার বক্তব্যের মধ্যদিয়ে রাজ্যসরকারের উন্নয়নমূলক কর্মসূচীর কথা বলতেগিয়ে জানান বিগত দিনে দক্ষিন জেলারমধ্যে জেলাভিত্তিক কোনো অনুষ্ঠান জোলাইবাড়ীতে হতোনা। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের লোকজনেরা অন্য বিধানসভায় যেতেহতো। বর্তমানসময়ে বিভিন্ন অনুষ্ঠানকরারজন্য জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অধীনে বাইখোড়ায় শীততাপ নিয়ন্ত্রিত হলঘর নির্মানকরাহচ্ছে। এছারা জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের অধীনে বাইখোড়া, কোয়াইফাং, দেবদারু ও সাঁচীরাম বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরলেন মন্ত্রী। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার বক্তব্যের মধ্যদিয়ে লতুয়াটিলা এলাকায় এমনধরনের উন্নয়নমূলক কাজ গুনগতমান বজায়রেখে কাজকরারজন্য ইঞ্জিনিয়ার কৃষ্ণকুমার দাসকে ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রী জানান বিগতদিনেও ইঞ্জিনিয়ার কৃষ্ণকুমার দাস উনার সকল কাজ সততারসহিত করেগেছেন। লতুয়াটিলা এলাকায় উদ্ভোধনী অনুষ্ঠানকে কেন্দ্রকরে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।