আইনেট প্রতিনিধিঃ আমবাসা থানার পুলিশের হাতে আটক এক লক্ষ দুই হাজার টি ইয়াবা ট্যাবলেট। যার বাজার মূল্য আনুমানিক ২ কুটি ৫৫ লক্ষ টাকা । শনিবার দুপুরে উপনগর নাকা চেকিং পয়েন্টে মনুর দিক থেকে আসা TR 01 BC 0202 একটি মহিন্দ্রা স্কোরপিও গাড়ি থেকে তল্লাশি চালিয়ে এই প্রচুর সংখ্যক ইয়াবা ট্যাবলেট আটক করে পুলিশ। সাথে গাড়িতে থাকা চারজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত , ডিএসপি জয়ন্ত দুবে , ডিসিএম সহ পুলিশ বাহিনী। ডিসিএম এর সম্মুখে গাড়িতে তল্লাশি চালায় আমবাসা থানার পুলিশ। তল্লাশি চলাকালীন সময় গাড়ির সাইড কাভার থেকে ৫১ প্যাকেটে এক লক্ষ দুই হাজার দুই হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।