img


প্রয়াত হলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা


আইনেট  প্রতিনিধিঃ     প্রয়াত হলেন প্রখ্যাত শিল্পপতি রতন টাটা। সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন এই বিজনেস টাইটান। হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থা জল্পনা বাড়ছিল।মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রতন টাটা। বাণিজ্য নগরীতে শিল্পজগতে মহীরূহ পতন। টাটা সন্স-এর পক্ষ থেকে বুধবার রাতেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে শিল্পপতির প্রয়াণের খবর। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে মরদেহ। বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ দারুণ উচ্চতায় পৌঁছেছে। রতন টাটা ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হন এবং তারপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি। তিনি ২০১২ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। তিনি ১৯৯৬ সালে টাটা সার্ভিসেস এবং ২০০৪ সালে টাটা কনসালটেন্সি সার্ভিসের মতো কোম্পানি প্রতিষ্ঠা করেন। রতন টাটা, তার ভদ্র আচরণের জন্য পরিচিত, বয়স আশি পার। ৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল। কেন্দ্রের তরফে রতন টাটার শেষকৃত্যে যোগ দেবেন অমিত শাহ। থাকবেন সচিন তেণ্ডুলকরও। শিল্পপতি রতন টাটার প্রয়াণে একদিনের ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।