img


সাংবাদিক সম্মেলন বেকারি অ্যাসোসিয়েশনের


আইনেট  প্রতিনিধিঃ      নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহগ্রীর মূল্য বৃদ্ধির ছোঁয়া লাগলো বেকারী শিল্পে। আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্যে বেকারি জাত খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে। সর্বাধিক ৫০% এবং সর্বনিম্ন 15 থেকে 25% বৃদ্ধি পাচ্ছে বেকারি জাতীয় সামগ্রীর। পুরনো স্টক শেষ হওয়ার সাপেক্ষে আগামী দুই দিন রাজ্যের বেকারিগুলি বন্ধ রাখা হবে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক এই সংবাদ জানান ।সাংবাদিক সম্মেলনে তিনি জানান ,বর্তমান সময়ের দশ টাকার রুটি ২৫ তারিখ থেকে ১৫ টাকা করে বিক্রি করা হবে ।তেমনইভাবে ২০ টাকার রুটির মূল্য হবে ২৫ টাকা ,কুড়ি টাকার বনরুটির প্যাকেটের মূল্য বেড়ে দাঁড়াবে ২৫ টাকা ।৩০ টাকার কেক বিক্রি হবে ৩৫ টাকায় ।তিনি জানান ,5 টাকার কেক এর মূল্য বৃদ্ধি করা হচ্ছে না ।দশ এবং ২০ টাকার কেকের মূল্য বৃদ্ধি পেয়ে হচ্ছে যথাক্রমে ১৫ এবং ২৫ টাকা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরো জানান, মূল্য বৃদ্ধির ফলে বেকারি শিল্প ধুঁকছে ।এই শিল্পের সাথে রাজ্যের প্রায় এক লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন ।তাদের জীবন ও অনিশ্চিত হওয়ার সম্মুখীন ।এই অবস্থায় বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে  দ্রব্যের মূল্যবৃদ্ধি একান্ত প্রয়োজন হয় পড়েছে।