img


৬৭ জন প্রাণী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর।


আইনেট  প্রতিনিধিঃ      বুধবার ৬৭ জন প্রাণী চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। এই উপলক্ষে গোর্খাবস্তিস্হিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ,দপ্তরের সচিব ,অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ।নিয়োগপত্র বিলি অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস ।পরে নির্বাচিত প্রাণী চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস ,দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা ।এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, দীর্ঘদিন ধরেই দপ্তরে ম্যানপাওয়ারের স্বল্পতা ছিল। এদিনের নিয়োগের ফলে এই শূন্যতার কিছুটা পূরণ হবে। এর ফলে বর্তমানে জেলা এবং মহকুমাস্থিত প্রাণী চিকিৎসালয় গুলিতে প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে ।এতদিন প্রয়োজনীয় ডাক্তারের অভাবে পরিষেবা প্রদানে ব্যাঘাত ঘটছিল ।এই নিয়োগ দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়নে বিশেষ সহায়ক হবে বলে জানান তিনি ।