আইনেট প্রতিনিধিঃ প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী উদয়পুর জেলা কংগ্রেস কমিটর উদ্যোগে উন্নতর ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে উদয়পুর মেলার মাঠে সংহতি পথযাত্রা অনুষ্ঠানের শেষ দিনে অনুষ্ঠিত হয় এক সভা। উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, গোমতী জেলার যুব কংগ্রেসের জেলা সভাপতি ইন্দ্রজিৎ দাস, শান্তি কর্মকার, মিলন কর সহ জেলা ও মহকুমা কমিটি স্থানীয় নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে টিটন পাল বলেন গত ১৯ দিন সারা রাজ্যে কংগ্রেস দলের তরফ থেকে জাতীয় সংহতি দিবস উপলক্ষে নানাস্থানে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শহীদ দানকে দানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য নানা স্থানে পথযাত্রা, পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৯ দিনের শেষ দিনে উদয়পুর মেলার মাঠে ইন্দিরা গান্ধী মোরদেহে মালা ফুল দিয়ে স্মরণ করা হয় দলের তরফ থেকে। টিটন পাল বলেন গত সাত বছর ধরে রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। রাজ্যের শান্তির পরিবেশ বলতে কিছু নেই। বাইক বাহিনীর যন্ত্রণায় রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার, খুনখারাবি লেগে আছে। স্বরাষ্ট্র দপ্তর যার হাতে রয়েছে তিনি ব্যর্থ মন্ত্রী হিসেবে সবার কাছে পরিচিতি। রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। কর্মসংস্থানের কোন সুযোগ নেই। নির্বাচনের আগে বেকারের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল বিজেপি তা ধারে কাছে নেই। হলে শিক্ষিত বেকাররা কাজের জন্য রাজ্যের বাইরে চলে যাচ্ছে। হাসপাতলে ওষুধ নিয়ে। রোগীদের স্যালাইন থেকে শুরু করে সমস্ত জিনিস কিনতে হচ্ছে। পরিষেবা তলানিতে। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। বিরোধীদের উপর অত্যাচার চালিয়ে আসছে। মানুষ আর ঘরে বসে নেই। অত্যাচারের জবাব দেওয়ার জন্য মানুষ ঘর থেকে বের হচ্ছে। অত্যাচার শেষ কথা বলে না। এডিসিতে কাজ নেই খাদ্য নেই। উপজাতিরা বনের আলো খেয়ে দিন যাপন করছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের ন্যায্য পাওনা সরকারি ঘোষণা অনুযায়ী এখনো পায়নি। সব মিলিয়ে রাজ্যে একটা অস্থিরতা পরিবেশ চলছে।। এর বিরুদ্ধে রাজ্যের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে জাতীয় কংগ্রেস দলের শামিল হওয়ার আহ্বান জানান টিটন পাল। মঙ্গলবারে সমাবেশে কংগ্রেস দলের উপস্থিতি ছিল সারা জাগানো।