img


 ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসির উদ্যোগে প্রতি বছরের মত এবারো বার্ষিক কম্বাইন্ড শিবির


আইনেট  প্রতিনিধিঃ    ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসির উদ্যোগে প্রতি বছরের মত এবারো বার্ষিক কম্বাইন্ড শিবিরের আয়োজন করা হয় । দশদিনের এই বার্ষিক কম্বাইন্ড শিবিরে রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে ৪০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। রবিবার ছিল এই দশ দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিন। এই উপলক্ষে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি'র কমান্ডেন্ট কর্নেল সি রাজশেখর সহ অন্যান্য আধিকারিকরা। এই সমাপ্তি অনুষ্ঠান প্রসঙ্গে কর্নেল সি রাজশেখর জানান, দশ দিনের প্রশিক্ষণ শিবিরে ফায়ারিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ব্যক্তিত্বের বিকাশ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন  প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান ,বার্ষিক শিবিরে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের সমাপ্তি অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হবে।