আইনেট প্রতিনিধিঃ পুলিশি তৎপরতায় নিজের চুরি যাওয়া স্বর্নালঙ্কার ফিরে পেলেন এক মহিলা। রবিবার এনসিসি থানার পুলিশের উদ্যোগে চুরি যাওয়া সামগ্রী প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে এনসিসি থানার ওসি সুকান্ত দেব জানান, গত ২৫শে সেপ্টেম্বর রাজধানীর খেজুরবাগান এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের ঘর থেকে কিছু স্বর্নালঙ্কার চুরি যায়। এই ঘটনায় এনসিসি থানায় একটি চুরির মামলা দায়ের করেছিলেন আয়েশা খাতুন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার প্রায় দু-সপ্তাহের মধ্যে পাঁচ চোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের কাছ থেকে আয়েশা খাতুনের দুটি সোনার ন্যাকলেস,একটি সোনার প্যান্ডেন্ট এবং একটি সোনার আঙটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আটককৃত পাঁচজনকে আদালতে প্রেরণ করা হয়। সবশেষে আদালতের নির্দেশে রবিবার এনসিসি থানার উদ্যোগে আয়েশা খাতুনের হাতে সমস্ত চুরি জাওয়া স্বর্নালঙ্কার তুলে দেওয়া হয়। উদ্ধারকৃত ওই স্বর্নালঙ্কারগুলির মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।