img


 ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর পেট্রোল পাম্প।


আইনেট  প্রতিনিধিঃ     ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর পেট্রোল পাম্প। সোমবার সকালে পেট্রোল পাম্পের পাশেই একটি গোডাউনে অগ্নিসংযোগ ঘটে। তাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোডাউনের জিনিসপত্র সহ ঘরটি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে দমকলকর্মী দ্বন্দ্বে আছেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে,সোমবার  সকালে রাধানগর পেট্রোল পাম্পের পেছন দিকে একটি গোডাইনে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন স্থানীয়রা। সাথে সাথে তারা গোডাউনে দায়িত্ব থাকা ব্যক্তিকে খবর দেয়। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন খবর পেয়ে  দমকলবাহিনীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় গোডাউনের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। কিন্তু আগুনের সূত্রপাত এখনো জানা যায় নি। ওই অগ্নিকাণ্ডের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকলকর্মী রতন শীল।