আইনেট প্রতিনিধিঃ দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পে সরলীকরন সহ ১১ দফা দাবিতে শ্রম দপ্তরের গণ ডেপুটেশনে মিলিত হয়েছে সিট্যু সদর মহকুমার কমিটি। আজ শহরে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন প্রদান করেন কমিটির সদস্যরা। এদিন সি আই টিউ নেতা শংকর প্রসাদ দত্ত বলেন, রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের বিজেপি সরকার লাগাতর শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। মজুরি কমিয়ে দেবার ফলে শ্রমিকরা কাজ হারিয়ে ফেলেছে। রাজ্যের একাধিক ইটভাট্টা বন্ধ হয়ে পড়েছে। কাজের সন্ধানে দিশেহারা মানুষ। ফলে, তারা অভাব অনটনের মধ্যে দিনযাপন করছেন।এদিন তিনি আরও বলেন, চা বাগান শ্রমিকরা তাদের নায্যমজুরি পাচ্ছেন না। আর সেই লক্ষ্যে ১১ দফা শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছেন তারা। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পে সরলীকরণ, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, ষাট বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের ১০ হাজার টাকা পেনশন সহ ১১ দফা দাবি জানিয়েছেন তাঁরা।