img


আমবাসায় আসেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।


আইনেট  প্রতিনিধিঃ      আজ ধলাই জেলা সদর আমবাসায় আসেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। আমবাসা মহকুমার কমলাছড়ায় পানীয় জলের উৎস তৈরীর কাজ চলছে মূলত এই কাজ পরিদর্শনেই আসেন রাজ্যপাল। কমলাছড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে মূলত এই এলাকায় বিপুল অংশের মানুষের বসবাস রয়েছে তাই পানীয় জলের সমস্যা নিরসনে রাজ্য সরকারের তরফে সেখানে ডিপ টিউবওয়েল বসানোর প্রক্রিয়া চলছে তাই জন্য জলের উৎস তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। মিন্ট এনভায়রন প্রাইভেট লিমিটেড এই কাজ করছে। আজ রাজ্যপাল সরজমিনে এই প্রক্রিয়া প্রত্যক্ষ করবার জন্য এখানে আসেন এবং দপ্তরের আধিকারিকদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেন। গোটা বিষয় পরিদর্শন করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন পানীয় জলের উৎস তৈরীর প্রক্রিয়া চলছে কিন্তু যেহেতু ত্রিপুরা রাজ্যে ব্যাপক অংশের নদী রয়েছে সুতরাং আগামী দিন সেখান থেকে কিভাবে জল এনে সরবরাহ করা যায় তার জন্যও চিন্তাভাবনা করতে হবে।