আইনেট প্রতিনিধিঃ রাজধানীর শান্তিপাড়ায় জৈনক ব্যবসায়ীর এক দোকান ক্রয় করা নিয়ে সৃষ্ট ঘটনার আচ পড়ল রাজ্য বিধানসভার অধিবেশনে। সংশ্লিষ্ট বিষয়ে প্রায় ১৫ মিনিটের মত বিধানসভা উত্তপ্ত হয়ে উঠে ।প্রশ্ন উত্তর পর্বের পর রেফারেন্স পিরিয়ডে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের উপর বিবৃতি দাবি করেন বাম বিধায়ক সুদীপ সরকার এবং রামু দাস ।দুই বাম বিধায়কের উত্থাপিত বিষয়টি নিয়ে সাথে সাথে বিধানসভায় বিবৃতির প্রদান করেন স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানান, এডিনগরের বাসিন্দা উত্তম বনিক পত্রিকায় বিজ্ঞাপন দেখে শান্তিপাড়ায় মহাদেব দাসের কাছ থেকে একটি দোকান ক্রয় করেন। সংশ্লিষ্ট দোকান ঘরে কে বা কারা তালা লাগিয়ে দেন ।সংশ্লিষ্ট বিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কংগ্রেস বিধায়কের এই বক্তব্য কেন্দ্র করে বিধানসভা উত্তপ্ত হয়ে উঠে। মন্ত্রী রতন লাল নাথ, মুখ্য সচেতক কল্যাণী রায় ,বিধায়ক রাম পদ জমাতিয়া এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অন্নপ্রসঙ্গে গিয়ে দক্ষতার সাথে পরিস্থিতি আয়ত্তে আনেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।