আইনেট প্রতিনিধিঃ দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি সংগঠিত করলো গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় প্রায় প্রতিদিনই বাড়ছে ছোটবড় যান সংখ্যা। গোটা গন্ডাছড়া মহকুমা সদর বাজারটি বর্তমানে মোটরস্ট্যান্ড হিসাবে পরিচিতি লাভ করেছে। ছোটবড় যান বাড়ার পাশাপাশি লাগাতর বেড়েই চলেছে যান দুর্ঘটনা। মহকুমায় ছোটবড় যান দুর্ঘটনার সংবাদ আমরা বারবার প্রকাশ করেছি। আমাদের প্রকাশিত সংবাদের জেরে নড়েচড়ে বসে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ। মহকুমা থানার উদ্যোগে বুধবার দুপুর নাগাদ মহকুমা বাজার সংলগ্ন অটো সিন্ডিকেট অফিসে অনুষ্ঠিত হয় প্রয়াস কর্মসূচি। উক্ত প্রয়াস কর্মসূচি অনুষ্ঠানে সকল অংশের যান চালকরা উপস্থিত ছিলেন। পুলিশের তরফে উপস্থিত ছিলেন পুলিশ অফিসার অজিত দেব্বর্মা। উক্ত প্রয়াস কর্মসূচি অনুষ্ঠানে ছোটবড় যান চালকদের বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক বক্তব্যের মাধ্যমে আলোচনা করেন গন্ডাছড়া মহকুমা থানার অফিসার অজিত দেব্বর্মা।