img


আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


আইনেট  প্রতিনিধিঃ     রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করেন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শুভেন রাহা ।   এই অনুষ্ঠানে নীল জ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান ২০২৪ পুরস্কার প্রদান করা হয় পাঁচজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে ।এদের মধ্যে চারজন কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় । এরা হলেন ,রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক রূপেন ভৌমিক, সমীরণ চক্রবর্তী ,দলীপ সিং,ও অরুনাভ সাহা।এছাড়া সম্মান পান রঞ্জিত কুমার ভট্টাচার্য ।এই অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য উমা শঙ্কর ভট্টাচার্যকে গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার প্রদান করা হয় ।বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার প্রদান করা হয় প্রণব শীলকে ।ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল টিম ইন্দিয়ার ফিল্ডিং কোচ রাজ্যের মেয়ে শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোঅর্ডিনেটর ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সচিব সুজিত রায় কে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ।এদিন এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শুভেন রাহা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান ।তিনি বলেন ,এই ধরনের কাজের পাশাপাশি কিভাবে সাংবাদিকদের পেছনের দাঁড়ানো যায় এর প্রচেষ্টাও এই সংগঠনকে শুরু থেকেই চিন্তা ভাবনা করতে হবে।। সাংবাদিকদের জন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিট শুরু করা প্রয়োজন বলে জানান তিনি ।এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন সংস্থাকে সাংবাদিকদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি ।তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন ,কোন অবস্থাতেই নিজেদের বিক্রি করে দেবেন না। সমালোচনা সহ্য করতে শিখুন। সমালোচকরা সমালোচনা করবেই, এটাই তাদের কাজ। কিন্তু ওসবের নজর না দিয়ে আপনি আপনার কাজ করে যান। আগামী দিনগুলিতে আগরতলা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট থাকবে বলে আশ্বাস দেন তিনি।