
আইনেট প্রতিনিধিঃ হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখা ও সাউথ জোনাল কমিটির উদ্যোগে শনিবার উদয়পুর ডাকবাংলা রোডস্থিত কার্য্যালয়ে বিনামূল্যে লিভারের রোগ নির্ণয়ের জন্য ফিব্রস্ক্যান করা হয়েছে। রবিবার সকালে রোগীদের বিনামূল্যে এই পরিষেবা চালু রেখে রোগীদের পরামর্শ দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য জিতেন্দ্র মজুমদার, হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরার কর্নধার তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডা প্রদীপ ভৌমিক সহ সংগঠনের কর্মকর্তারা। প্রত্যেকেই হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরার এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।এখন থেকে প্রতি রবিবার উদয়পুর শাখা অফিসে বিকেল বেলা রোগী দেখা হবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে বলে জানান ডাঃ প্রদীপ ভৌমিক। শনিবার বিকেলে থেকে ডাঃ প্রদীপ ভৌমিক এই ক্লিনিকে রোগী দেখেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আগামী রবিবার থেকে হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখা অফিসে রোগী পরিষেবা চালু করা হবে বলে জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অব এিপুরা উদয়পুর শাখা সম্পাদক পার্থ সাহা জানিয়েছেন।