
আইনেট প্রতিনিধিঃ দুষ্কৃতিকারীদের হামলায় রক্তাক্ত যুবক। ভাঙচুর করা হয় তাদের ব্যবহৃত একটি আলিশান গাড়ি। অল্পেতে রক্ষা পায় গাড়িতে থাকা গৃহবধূ সহ তার তিন বছরে পুত্র সন্তান। ঘটনা পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বিশালগড় থানা দিন নোয়াপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে বর্তমান গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা যায় বিশালগড় নোয়াপাড়া এলাকার যুবক মিলাদ হোসেন। রোজ রোববার রাত অনুমানিক আটটা নাগাদ মিলাদ হোসেন তার ব্যক্তিগত গাড়ি চড়ে আগরতলা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তৎ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, শিশু পুত্র সহ দুই বন্ধু। জানা গেছে তাদের গাড়িটি নোয়াপাড়াস্থিত পার্টি অফিস সংলগ্নস্থানে পৌঁছামাত্রই স্থানীয় একদল দুষ্কৃতিকারী জসীমউদ্দীন নাসির হোসেন, তোফাজ্জল হোসেন, বিশ্বজিৎ সাহা, সমর সাহা সহ আরো একাধিক যুবক হাতে দা লাঠি রড নিয়ে তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায় এমনটাই দাবি আক্রান্ত যুবক মিলাদ হোসেনের। দুষ্কৃতিকারীদের আক্রমণে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় তাদের ব্যবহৃত গাড়িটি পর্যন্ত। আক্রান্ত হন মিলাদ হোসেন সহ তার এক বন্ধু নাসির উদ্দিন। একসময় জীবন রক্ষার্থে মিলাদ হোসেন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। অন্যথায় তাদেরকে হত্যা করার উপক্রম ছিল বলে দাবি করেন মিলাদ হোসেনের স্ত্রী। পরবর্তীতে প্রতিবেশী লোক জন সহ আত্মীয় পরিজনরা উপস্থিত হয়ে আক্রান্ত মিলাদ হোসেন এবং তার বন্ধুকে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে রোজ রবিবার রাতের বেলায় আক্রান্ত মিলাদ হোসেনের স্ত্রী বিশালগড় থানায় মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে এলাকা সূত্রে জানা গেছে অভিযুক্তরা প্রত্যেকে শাসক দল সমর্থিত। শাসক দলের তকমা লাগিয়ে দুষ্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত গোটা এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাদের কর্মকাণ্ডে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকাবাসী। অভিযুক্তরা প্রত্যেকে শাসক দল সমর্থিত হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহসও করছে না। এদিকে আক্রান্ত মিল্লাদ হোসেনের স্ত্রী জানান,, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত তাদের পরিবারের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। কিছুদিন পূর্বেও মিলাদ হোসেন সহ তার এক বন্ধুকে প্রচন্ড মারধর করে অভিযুক্তরা।