img


রাজ্যভিত্তিক আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতা


আইনেট  প্রতিনিধিঃ   আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে Jagriti 2025 রাজ্যভিত্তিক আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন হয়। এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।     মূলত ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা ও মাদকাসক্তি এই বিষয়গুলো নিয়ে উদয়পুর, কুমারঘাট এবং আগরতলায় তিনটি প্রতিযোগিতার পর আজ বাছাই করা ৯ টি কলেজের বিদ্যার্থীদের নিয়ে আজকের এই চুড়ান্ত পর্বের অনুষ্ঠান।