
আইনেট প্রতিনিধিঃ জাত ইস্যু নিয়ে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন সিপিআইএম বিধায়করা ।বিষয়টি বিধানসভার কার্যবিবরণী থেকে মুছে ফেলার ও দাবি জানান বাম বিধায়করা। সোমবার বিধানসভার অধিবেশনে জাত ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠে।বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কে উদ্দেশ্য করে মন্ত্রী রতন লাল নাথ জাত ইস্যু নিয়ে মন্তব্য করেন ।যদিও মন্ত্রীর এই মন্তব্য সিপিআইএম দলের প্রসঙ্গেই ছিল।মঙ্গলবার বিধানসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী ।তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান ।ট্রজারী বেঞ্চ থেকেও প্রতিবাদ জানানো হয়।এই নিয়ে সভা উত্তপ্ত হয়ে উঠে ।একসময় বাম বিধায়করা সভা থেকে ওয়াক আউট করেন। এদিন বাম বিধায়কেরা সোমবারের সংশ্লিষ্ট বিষয়টি বিধানসভার কার্যবিবরণী থেকে বাতিলের জন্য অধ্যক্ষের নিকট দাবি জানান।