img


: রাজ্যের সর্বত্রই বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়া হবে- মন্ত্রী রতন লাল নাথ :


আইনেট  প্রতিনিধিঃ     বিদ্যুৎ সুবিধা বঞ্চিত গ্রামগুলিতে বৈদ্যুতিকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে রাজ্য বিদ্যুন নিগমের উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে বিজেপি বিধায়ক শম্ভু লাল চাকমা কর্তৃক আনিত এক তারকা-খচিত প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানান ।তিনি জানান ,ছামনু বিধানসভা এলাকার মনু এবং ছামনু আর ডি ব্লকের অন্তর্গত যে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুতের সুবিধা নেই সে সমস্ত গ্রামগুলিতে বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ।চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে বলে ও জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ।বিদ্যুৎ মন্ত্রী জানান ,অনগ্রিড এবং মাইক্রো গ্রিড -এই দুই পদ্ধতিতেই রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে বৈদ্যতিকরনের কাজ চলছে। যে সমস্ত গ্রামে এখনো বিদ্যুতের সুবিধা পৌঁছতে পারিনি সে সমস্ত গ্রামগুলিকে চিহ্নিতকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪২ কোটি টাকার একটি ডিপিআর এর অনুমোদন পাওয়া গেছে বলে জানান তিনি।