img


স্ট্রীট ব্যান্ডার্সদের সংবর্ধনা


আইনেট  প্রতিনিধিঃ     ত্রিপুরা আরবান লাইভলী হুড মিশন আমবাসা পুরো পরিষদের উদ্যোগে আমবাসা টাউন হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় স্ট্রীট ব্যান্ডার্সদের সংবর্ধনা অনুষ্ঠান। এদিন ৫৪ জনকে সংবর্ধনা জানানো হয়।  চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুরো পরিষদের চেয়ারপারসন প্রতি মালাকার। আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা বিএসি চেয়ারম্যান পরিমল দেব্বর্মা ,আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেব্বর্মা , আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা , ডেপুটি সিইও সমীরণ রায় , এল ডি এম সাকিল আহমেদ,  স্টেট নোডাল অফিসার অসিম কুমার দাস সহ অন্যান্য। এদের বক্তব্য রাখতে গিয়ে আমবাসা পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর বলেন পিএম স্বনির্ভর নিধি প্রকল্পে ট্রিট ব্যান্ডারদের আত্মনির্ভর করার লক্ষ্যে আর্থিক সহযোগিতা করা হয়।  এবং বিভিন্ন সময় তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য লোন দেওয়া হয়ে থাকে। লোন পরিশোধের নিরিখে আজ ৫৪ জনকে সম্বর্ধনা প্রদান করা হচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে ফিডারদের মনোবল উজ্জীবিত করা। আগামী দিন যাতে তারা স্বনির্ভর হতে পারে। এছাড়াও জানান প্রথম অবস্থায় ট্রিট ব্যান্ডের ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়। পরবর্তী সময় সেই আর্থিক সহযোগিতা ৫০ হাজার এমন করে তাদের আর্থিক সহযোগিতার হার বৃদ্ধি পেতে থাকে। এই অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় একটি বড় ছাতা , পরিমাপক যন্ত্র , একটি বসার টুল , একটি মেট  সহ অন্যান্য সামগ্রী। এইসব সামগ্রীগুলি তাদের দেওয়ার লক্ষ্যই হচ্ছে যাতে করে তারা ব্যবসা করতে গিয়ে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হয়।  আয়োজিত অনুষ্ঠানে স্ট্রিট ব্যান্ডের উপস্থিতি ছিল লক্ষণীয়।