
আইনেট প্রতিনিধিঃ রাজ্য সরকার ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে মোট ২ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছে। বুধবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে বাম বিধায়ক দীপঙ্কর সেনের এক তারকা খচিত প্রশ্নের উত্তরে খাদ্য ও জন সংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানান। মন্ত্রী জানান ,ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুসারে ২০১৮ সালে সরকার গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিবছর রবি এবং খারিফ এই দুই মরশুমে নিয়মিতভাবে ধান ক্রয় করা হচ্ছে। এই ক্ষেত্রে এখন পর্যন্ত ৪৪৫ কোটি টাকা কৃষকদের প্রদান করা হয়েছে। মন্ত্রী আরো জানান ,রাজ্য সরকার আগামী রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে ।চলতি বছরের জুলাই মাস থেকে এই প্রক্রিয়া শুরু হবে। এদিন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান ,কৃষি দপ্তরের সহযোগিতায় খাদ্য দপ্তর এই ধান ক্রয় করে থাকে ।যতদিন পর্যন্ত বিজেপি সরকার থাকবে ততদিন পর্যন্ত সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে বছরের দুবার করে ধান ক্রয় প্রক্রিয়া চলতে থাকবে । সংশ্লিষ্ট বিষয়ে এক অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে বাম বিধায়ক দীপঙ্কর সেন স্বামীনাথন কমিশনের রিপোর্ট মোতাবেক কৃষকদের কাছ থেকে ২৮ টাকা ৫০ পয়সা সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য দাবি জানান।