
আইনেট প্রতিনিধিঃ জাত ইস্যু নিয়ে বুধবারও উত্তপ্ত হয়ে উঠে বিধানসভা। গত সোমবার বিধানসভায় বাজেট ভাষণে বিরোধী দলনেতা বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের সময় নিয়ে অধ্যক্ষের অনুরোধ এবং পরবর্তী সময়ে নির্দেশ মানতে চাননি। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে শুরু করেন। বক্তব্য শেষ হলে পরে বিরোধী দলনেতা জাত জানালেন বলে কটাক্ষ করেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। এই বিষয়টিকে পরবর্তী সময়ে ইস্যু করে তোলে সিপিআইএম দল এবং দলের বিধায়করা। মঙ্গলবার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন । সংশ্লিষ্ট বিষয়ে একটি নোটিশও বিরোধী দলের নেতা বিধানসভায় জমা দেন ।বুধবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ অস্বীকার করেন পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। পরে বিধানসভার আইন মেনেই বিরোধী দলনেতার প্রি ভিলেজ মোশনটি খারিজ করে দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই দুই ঘটনার তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম বিধায়করা। তারা বিধানসভার ওয়েলে নেমে এর প্রতিবাদ জানান। পরবর্তী সময়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বাম বিধায়করা।