
আইনেট প্রতিনিধিঃ সিপিআইএম বিধায়কদের বিধানস ভয়কটের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্রসঙ্গ তোলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান। বিধায়ক জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সফল করে তোলার জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করা উচিত। কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের অনুরোধ প্রত্যাখ্যান করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান হাউস অফ দ্য লিডার তথা মুখ্যমন্ত্রী নিজে বিরোধী বিধায়কদের বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধিবেশনে যোগদানের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রীর এই আহ্বান সারাদিনই বাম বিধায়করা এই ক্ষেত্রে পুনরায় তাদের অনুরোধ জানানো সমীচীন হবে না বলে জানান অধ্যক্ষ। এদিন সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন পরিশোধীয় মন্ত্রী রতন লাল নাতো মন্ত্রী বলেন হাউজ অব দ্য লিডার বিরোধী বিধায়কদের আহ্বান জানিয়েছন।কিন্তু তারা তাতে সারা দেন নি।তারা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।