
আইনেট প্রতিনিধিঃ শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে কারচুপি। ঘটনা উদয়পুর মাতারবাড়ি বিধানসভা অন্তর্গত ১ নং ফুলকুমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনার খবর পেয়ে মাতাবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ, গোমতী জেলার সরকারি সভাধিপতি সুজন সেন, এলাকার প্রধান অনিন্দিতা ঘোষ লোধ, উপপ্রধান কেশব দাস ঘটনাস্থলে ছুটে আসেন খবর পেয়ে। পরবর্তী সময়ে DISE ও ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যেকে সাক্ষাৎকারে জানান দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে অঙ্গনারী সেন্টারগুলোতে নির্ধারিত যে খাবার আসার কথা সেন্ট্রার গুলিতে প্রতি বস্তাতে কম আসছে এরকম একটা অভিযোগ আসা সত্যেও দীর্ঘদিন অফিসের আধিকারিকদের খামখেয়ালিপনার কারণে দিন দিন চুরি মাত্রা বেড়ি চলছিল। অবশেষে বৃহস্পতিবার উদয়পুর ১ নং ফুলকুমারী অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাদ্য গাড়ি দিয়ে আসা মাত্র দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে সেন্টারে আনা হয়। ওজন করে দেখা যায় প্রতি বস্তা তে এক থেকে পাঁচ কেজি করে কম। এক্ষেত্রে মাতারবাড়ি সিডিপিও প্রদীপ দেবনাথ জানান এর দায়িত্বে রয়েছেন দপ্তরের সুপারভাইজার বিজয় বিশ্বাস। কেন শিশুদের পুষ্টিকর খাদ্যে ওজনে কেন কম তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত ঘটনা জানাবেন। সেখান থেকে যা নির্দেশ আসবে সেই নির্দেশ কার্যকর করা হবে বিজয় বিশ্বাসের বিরুদ্ধে। সহকারি সভাধিপতি ও এলাকার উপপ্রধান জানান এই ঘটনা কোনমতেই বরদাস্ত করার মতো না। তারা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ করেছেন যারা শিশু খাদ্য চুরি করে তাদের বিরুদ্ধে মনুষ্যত্ব জ্ঞান বলে কিছু নেই। এই ঘটনার সঙ্গে দপ্তরের যিনি জড়িত তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।