
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরায় আচ্ছে দিনের সুফল হারে হারে টের পাচ্ছেন সাধারন মানুষ। পরিবর্তনের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে পালা করে সরকারী মাশুল বৃদ্ধির ঘটনায় মানুষ যখন হাপিয়ে উঠেছেন তখনই নিজেদের জাত চেনাতে গ্রাহকদের ঘরে নতুন পোষ্টপেইড স্মার্ট মিটার লাগিয়ে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল আদায় করতে মাঠে নেমেছে রাজ্য বিদ্যুৎ নিগম বলে অভিযোগ। এই ঘটনায় ভোক্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সঞ্চার হয়েছে নিগমের ঊনকোটি জেলার কুমারঘাট ডিভিশনের অধিনস্ত এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে নিগমের ভূমিকায় প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। জানাগেছে টেকনো ইলেকট্রিক্যাল নামে একটি বেসরকারী সংস্থাকে দায়িত্ব দিয়ে ঘরে ঘরে প্রিপেইড মিটার পাল্টে পোষ্টপেইড মিটার বসানোর কাজ শুরু করেছে বিদ্যুৎ নিগম।ফটিকরায় রাধানগর চার নম্বর ওয়ার্ড এলাকায় বিপ্লব দাস নামে এক গ্রাহকের ঘরে গত ফেব্রুয়ারী মাসে মিটার বদল করে স্মার্ট পোষ্টপেইড মিটার লাগিয়েছে সংস্থা। চলতি মাসে নতুন মিটারে সেই গ্রাহকের বকেয়া ন হাজার নশো বত্রিশ টাকা সহ তার এক মাসের বিল ধরিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ নব্বই হাজার চারশো ছয় টাকা। একইভাবে তার ভাই তথা স্থানীয় শাসক দলীয় পঞ্চায়েত সদস্য বেনু ভূষন দাসের মিটার বদল করে বকেয়া সহ একমাসে বিল করা হয়েছে উনষাট হাজার তিনশো চুয়াত্তর টাকা। খোদ পঞ্চায়েত সদস্যই প্রশ্ন তুলেছেন এনিয়ে।