
আইনেট প্রতিনিধিঃ শান্তির বাজার শহরে প্রতিনিয়ত যানযট হয়ে থাকে অপরদিকে সামনে বর্ষাকাল আসছে। সবকিছু মিলিয়ে শান্তির বাজারশহরকে যানযট মুক্ত রাখতে , বর্ষায় যাতেকরে শহর এলাকাজলমগ্ন হয়েনাপরে ও শান্তির বাজার শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্দ্যোগ গ্রহনকরলো শান্তির বাজার পুরপরিষদ। শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহার উদ্দ্যোগে শুক্রবার সকালবেলা পুর পরিষদের সি ও তথা শান্তির বাজার মহকুমাশাসককে সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালানোহয়। আজকের এই অভিযানের মাধ্যমে বাজার এলাকায় যেসকল ব্যাবসায়ীরা নিজ ব্যাবসায়ী প্রতিষ্ঠানের সামগ্রী রাস্তাদখলকরে নিয়েবসেআছে তাদেরকে সেগুলি সরিয়ে নেওয়ার বার্তাপ্রেরন করাহয়। শান্তির বাজার শহরের প্রানকেন্দ্রে জাতীয় সড়কে যেসকল যানবাহন দারিয়েরাখাহয় তাদেরকে সতর্ক করাহয়। এছারা বর্ষাকালে শহর এলাকার জল কিভাবে নিষ্কাষনকরাযায় তানিয়ে আলোচনা করাহয়। যেসকল যান চালক ও ব্যাবসায়ী প্রসাশনিক আইন অমান্যকরবে তাদেরপ্রতি আগামীদিনে আইনি পদক্ষেপ নেওয়াহবে বলে জানান মহকুমা প্রসাশন। শান্তির বাজার পুর পরিষদের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের সিও তথা শান্তির বাজার মহকুমাশাসক মনোজ কুমার সাহা, পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার এ পি এম সির চেয়ারম্যান দুলাল দেবনাথ, শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক সহ অন্যান্যরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনেজানালেন মহকুমাশাসক ও পুরপরিষদের ভাইসচেয়ারম্যান।