
আইনেট প্রতিনিধিঃ গত বুধবার অর্থাৎ ১৬ ই এপ্রিল আমবাসা মহাকুমার অন্তর্গত রায়পাশা ভিলেজ এলাকার অন্তর্গত নাইলাহা বাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। রেগার কাজ করতে গিয়ে গাছ পড়ে মৃত্যু হয় জুহি মলসম ও রবার্ট মলসম নামে দুই শ্রমিকের। আজ আমবাসা মহকুমা প্রশাসনের তরফ থেকে উভয় পরিবারের হাতে তুলে দেওয়া হয় ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার স্যাংশন লেটার। আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর স্যাংশন লেটার তুলে দেন। সাথে ছিলেন আমবাসা মহকুমা প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। এক সাক্ষাৎকারে গোপাল সূত্র ধরে বলেন মহকুমা শাসকের কার্যালয়ের তরফ থেকে এস ডি আর এফ ফান্ড থেকে এই অর্থরাশি প্রদান করা হয়েছে এবং এই টাকা আজকের মধ্যেই তাদের ব্যাংক একাউন্টে চলে যাবে। পাশাপাশি উভয় পরিবারকে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই সেই অর্থ রাশিও প্রদান করা হবে। যারা এই সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রয়াত হয়েছেন তাদের ফিরে পাওয়া যাবে না এরপরেও সরকারের তরফ থেকে যতটুকু করা সম্ভব সেটা করা হচ্ছে।