img


ভট্ট পুকুরের মডার্ন ক্লাব এলাকায় যান সন্ত্রাসের বলি এক


আইনেট  প্রতিনিধিঃ    বাড়ি থেকে বাজারে আসার পথে গাড়ির ধাক্কায় ঘটনাস্হলে নিহত এক । নিহত ব্যক্তির নাম প্রণব কুমার সাহা ।তার বাড়ি এডিনগরের সুভাষপল্লী এলাকায়।নিহত ব্যক্তি  পেশায় বটতলা বাজারে সবজি ব্যবসায়ী ছিলেন।  ঘটনা নাগেরজলার মর্ডান ক্লাব সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান ,সকালে পায়ে হেঠে বটতলা বাজারে আসছিলেন এডিনগরের সুভাষপল্লীর বাসিন্দা পেশায় সবজি ব্যবসায়ী প্রণব কুমার সাহা।ভট্টপুকুর মর্ডান ক্লাবের সামনে দ্রুত গতির একটি গাড়ি তাকে প্রচন্ড জোরে ধাক্কা মারে ।এতে মাথা, বুক ও দেহের অন্যান্য স্থানে প্রচন্ড আঘাত পান সবজি ব্যবসায়ী প্রণব কুমার সাহা ।ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এই প্রত্যক্ষদর্শী জানান। পরে দমকলের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।  এদিন এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে বটতলা বাজারে সবজি ব্যবসায়ীরা আইজিএম হাসপাতালে ছুটে যান ।ছুটে আসেন প্রয়াত প্রণব কুমার সাহার পরিবারের লোকজনেরাও। তারা কান্নায় ভেঙে পড়েন। এদিকে স্বামী বিবেকানন্দ ক্লাব এলাকায় অভিশপ্ত গাড়িটিকে আটক করে এলাকাবাসী ।কিন্তু গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।