img


বন্দুক, বুলেট উদ্ধার তেলিয়ামুড়ায়


আইনেট  প্রতিনিধিঃ      গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুই করমা এলাকা থেকে দুইটি দেশী বন্দুক, বুলেট এবং কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান সংঘটিত করে কোন একটা রাস্তার পাশে ব্যাগের মধ্যে রেখে দেওয়া অবস্থায় এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র গুলোর পেছনে কি রহস্য আছে, তা উদঘাটন পুলিশি তদন্তে হয়তো সম্ভব। তবে এই মুহূর্তে পুলিশ আশঙ্কা প্রকাশ করছেন হয়তোবা চোরা শিকারীরা শিকারের কাজে ব্যবহার করার জন্যই অস্ত্রগুলো সংগ্রহ করেছে বা তৈরী করেছে।পাশাপাশি এই সফল অভিযানে নেতৃত্ব দানকারী তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর রজত জামাতিয়া দাবি করেছেন উদ্ধারকৃত অস্ত্রগুলোর সূত্র ধরে ঘটনার পেছনে কি রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।স্বাভাবিকভাবেই তেলিয়ামুড়া থানা এলাকায়  বন্দুক উদ্ধারের ঘটনার খবর চাউর হতেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।