img


 তিন দফা দাবি ভিত্তিতে আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে ডি এম অফিস চলো অভিযান


আইনেট  প্রতিনিধিঃ    তিন দফা দাবি ভিত্তিতে আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে ডি এম অফিস চলো অভিযান   সংগঠিত করল বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ। উভয় সংগঠনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে শামিল হয়। এদিন সকাল থেকেই ধলাই জেলার চার মহকুমা থেকে সংগঠনের কর্মী সমর্থকরা বিএসএফ সদর দপ্তরের সামনে এসে জড়ো হয়। সেখান থেকে সকাল সাড়ে ১১ টা নাগাদ কর্মী সমর্থকদের এক সাড়া জাগানো মিছিল ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। সেখান থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট তাদের দাবি সম্মিলিত লিপি নিয়ে গিয়ে মিলিত হয় ডেপুটেশনে। জেলাশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হয় পথসভা এই পথ সভায় বক্তব্য রাখেন ডি ওয়াই এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, টি ওয়াই এফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যা মল্লিকা শীল এবং গণ-আন্দোলনের নেতা অঞ্জন দাস। এদিনের এই কর্মসূচিতে যুব সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব।