
আইনেট প্রতিনিধিঃ আড়ালিয়ার সুভাষপল্লী এলাকার বাসিন্দা স্নেহা ধর ভালোবেসে একই এলাকার বাসিন্দা বান্টি ঘোষকে বিয়ে করেন। তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার কথাও ঠিক ছিল। কিন্তু ছেলের বাবা হঠাৎ করে এই বিয়ের জন্য মেয়ের বাড়ির কাছ থেকে কিছু টাকা ও একটি বাইক যৌতুক হিসেবে চান। এই কথা শুনে মেয়ে স্নেহা ধর ও তার বাড়ির লোকেরা এই বিয়ে থেকে পিছিয়ে যায় ।পরবর্তী সময়ে স্নেহা ধর কে বান্টি ঘোষ একটি জেরক্স এর দোকানের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় এবং তারা বিয়ে করে। বিয়ের তিন মাসের মধ্যেই বৃহস্পতিবার মেয়ের বাড়ির লোকেরা জানতে পারে তাদের মেয়ে আত্মহত্যা করেছে।বিয়ের তিন মাসের মধ্যে তাদের মেয়ে এই কাজ করতে পারেন না বলে নিহত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের বিশ্বাস। তাদের অভিযোগ ,স্বামী বান্টি ঘোষ এবং শ্বশুরবাড়ির লোকজনেরা পরিকল্পিতভাবে তাদের মেয়েকে মেরে ফেলেছে। এদিন নিহত গৃহবধূর বাপের বাড়ির এক নিকট আত্মীয়া জানান, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করলেই সব কিছু বেরিয়ে আসবে।